ফেন্সিডিলসহ আটক কারারক্ষী

ফেন্সিডিলসহ আটকের পর মেহেরপুর কারাগারের এক কারারক্ষীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 03:35 PM
Updated : 18 Feb 2019, 03:35 PM

আলভি আহম্মেদ নামের এই ব্যক্তিকে সোমবার মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলভি এই কারাগারে কারারক্ষী (নম্বর- ৪২৯৩৬) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাতক্ষীরার ভালুকা গ্রামের আমিনুর রহমানের ছেলে।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার সন্ধ্যায় মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

“এ সময় পুলিশ তার পকেট থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক কারারক্ষী একজন মাদকসেবী ও বিক্রেতা বলে অভিযোগ রয়েছে।”

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মেহেরপুর আমলী আদারতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে মুস্তাফিজুর জানান।

এ ব্যাপারে মেহেরপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম বলেন, আটক কারারক্ষীর মা-বাবা দুজনই যশোর কারাগারে কর্মরত আছেন। তাকে বহুবার সতর্ক করা সত্বেও মাদক থেকে দূরে রাখা সম্ভব হয়নি।

তার বিরুদ্ধে মাদকের অভিযোগে এর আগেও কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান।