নওগাঁয় দুর্ঘটনায় নিহত ২, বাসে অগ্নিসংযোগ

নওগাঁর মান্দা উপজেলায় বিআরটিসি বাস চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক আরোহী।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 02:56 PM
Updated : 18 Feb 2019, 02:58 PM

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসটি জ্বালিয়ে দিয়েছে। 

সোমবার দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক সেলিম হোসেন (৩৫) ও আরোহী শফিকুল ইসলাম (৪০)।

আহত মসলেম উদ্দিন (৩৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। কার্তিক চন্দ্র রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কুমারপাড়ার নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে।  

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সেলিম, শফিকুল ও মসলেম একটি মোটরসাইকেলে দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কে উঠছিলেন।

“এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসিরিএকটি বাস (কুমিল্লা ব ১১-০০১৬) তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল সেলিম ঘটনাস্থলে নিহত হন।”

আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ওসি জানান, আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, চালক কার্তিক চন্দ্রকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতদের মধ্যে সেলিম হোসেন মান্দার বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে এবং শফিকুল ইসলাম একই উপজেলার বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত মসলেম উদ্দিন রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।