গাইবান্ধায় প্রশ্নপত্র বিক্রির নামে ‘প্রতারণা’, যুবক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও তা অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 02:32 PM
Updated : 18 Feb 2019, 02:32 PM

সোমবার শাওন মন্ডল (১৯)  নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

শাওন মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভাপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক হাবিবুর রহমান বলেন, শাওন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল।

“প্রশ্নপত্র ফাঁসের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ ও পেজের অ্যাডমিন হিসেবে শাওন দায়িত্ব পালন করত।”

তিনি আরও বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় শাওন তার কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।