বঙ্গবন্ধু সাফারি পার্কের অ্যানিমেল কিপার হামলায় আহত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যানিমেল কিপার মো. রফিকুল ইসলামের ওপর দা ও খুর নিয়ে হামলা চালিয়ে তার ফোন ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে একদল লোক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 04:45 AM
Updated : 18 Feb 2019, 04:45 AM
দুদিন আগে ওই হামলায় আহত রফিকুল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শ্রীপুর থানায় ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তিনি।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদিক বলেন, “আামরা মামলাটি তদন্ত করে দেখছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার কাজ শেষে সাফারি পার্ক থেকে বাড়ি ফেরার পথে ইন্দ্রবপুর বাজারে হামলার শিকার হন রফিকুল। স্থানীয় মাহফুজের নেতৃত্বে ১০/১৫ জন লোক তার গতিরোধ করে এবং দা ও খুর দিয়ে আঘাত করে।

রক্তাক্ত রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার সঙ্গে থাকা ১৪ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।