কুমিল্লায় ২১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২১ মামলার এক আসামি নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 10:35 AM
Updated : 17 Feb 2019, 10:35 AM

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, উপজেলার তীরচর গ্রামের একটি বাগানে শনিবার রাত ৩টার দিকে বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।

নিহত মঙ্গল মিয়া (৫৪) চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলাসহ ২১টি মামলা রয়েছে।

ওসি বলেন, তীরচর গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি বাগানে মাদক বিক্রেতাদের জড়ো হওয়ার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।

“এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। এতে মঙ্গল মিয়া গুলিবিদ্ধ হয়।তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, পাঁচশ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে ওসি জানান।