নেত্রকোণায় ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঝড়ে ৩৮টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে; ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ফসলের জমি। উপড়ে গেছে বহু গাছপালা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 09:53 AM
Updated : 17 Feb 2019, 12:01 PM

ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে উপজেলার দলপা ও আশুজিয়া ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, “রোববার ভোরে ঝড়ে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রাম ও আশুলিয়া ইউনিয়নের চান্দোপাড়া গ্রামের ৩৮টি কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিববুর রাহমান জানান, ঝড়ের সময় শিলাবৃষ্টিতে কেন্দুয়া উপজেলার দলপা ও আশুজিয়া ইউনিয়নে ৫০ হেক্টর বোরো ফসলের জমির ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া ঝড়ে এ দুই ইউনিয়নের বহু গাছপালা উপড়ে ও ভেঙ্গে গেছে; তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানিয়েছেন।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। পরে তালিকা অনুযায়ী ঘর তৈরির টিনসহ নগদ টাকা সহায়তা দেওয়া হবে।