যশোরে জমির বিরোধে যুবককে প্রকাশ্যে খুন

যশোরের চৌগাছা উপজেলায় সকালবেলা এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ হত্যাকাণ্ডের পেছনে জমির বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 06:16 AM
Updated : 17 Feb 2019, 06:16 AM

নিহত আব্দুল বারিক (২৮) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনায় বারিকের ভাই আহত হয়েছেন বলে চৌগাছা থানার এসআই আকিকুল ইসলাম জানান।

এ ঘটনায় নিহতের প্রতিবেশী নান্নু, জুলু ও আরিফসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।   

আহত আনিসুরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, গ্রামের এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বারিকের বিরোধ চলছিল।

“এর জেরে সকারে পুকুরে মাছ ধরার সময় প্রতিবেশী নান্নু, জুলু, আরিফসহ কয়েকজন তার বারিকের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

এ সময় বারিককে বাঁচাতে গেলে তার ভাই এগিয়ে গেলে হামলাকারীদেররা তাকেও আহত করে বলে জানান এসআই।

লাশ ময়নাতদন্তে জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।