ইজতেমায় দায়িত্বে আসা পুলিশ সদস্য দুর্ঘটনায় নিহত

বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে আসা এক পুলিশ সদস্য গাজীপুরের শ্রীপুর উপজেলায় কভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 05:48 PM
Updated : 16 Feb 2019, 05:48 PM

শনিবার বিকালের এ দুর্ঘটনার পর চালকসহ কভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম (৫১) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া গ্রামের বরকত প্রামাণিকের ছেলে।

নিহতের সঙ্গে থাকা ডিউটি পাশের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন এবং বিশ্ব ইজতেমার ডিউটি পালন করতে গাজীপুরের টঙ্গীতে এসেছিলেন।

তবে কী কারণে ইজতেমা থেকে শ্রীপুরে এসেছিলেন তা জানাতে পারেননি মাওনা হাইওয়ে থানা পুলিশ।

আটক কভার্ডভ্যান চালক আব্দুল জলিল হাসান

মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস জানান, হাইওয়ে থানার সামনে উড়াল সড়কের প্রবেশমুখে ময়মনসিংহগামী একটি বাস থেকে নেমে মহাসড়কের পশ্চিমের লেন পার হওয়ার হচ্ছিলেন তিনি।

“ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে পুলিশ বক্সের সামনে কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-২৬০৫) তাকে চাপা দেয়।”

উদ্ধার মাওনা স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হরিদাস জানান।

এ ঘটনায় কভার্ডভ্যান চালক আব্দুল জলিল হাসানসহ (৩০) গাড়িটি আটক করা হয়েছে। জলিলের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার স্বরুপা গ্রামে।