আশুলিয়ায় পোশাকশ্রমিককে গুলি করে হত্যা, ৫ বন্ধু আটক

ঢাকার আশুলিয়ায় ‘ছিনতাইকারীর’ গুলিতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন; এ ঘটনায় তার পাঁচ বন্ধুকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 10:22 AM
Updated : 16 Feb 2019, 10:22 AM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, শুক্রবার গভীর রাতে শিমুলতলার জমিদারবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খান ওই এলাকায় ভাড়া বাসায় থেকে এনভয় গ্রুপের পোশাক কারখানায় জুরিয়র অপারেটর পদে কাজ করতেন। মাদারীপুরের শিবচর থানার কুতুবপুর গ্রামের ফজলু খানের ছেলে তিনি।

পরিদর্শক জাবেদ পরিবারের বরাতে বলেন, দুই দিন আগে রাসেলের এক বন্ধুর মোবাইল ফোন ছিনতাই হয়। রাসেলসহ ছয় বন্ধু সেই মোবাইল উদ্ধারের জন্য ওই এলাকায় ওত পাতেন। তারা ছিনতাইকারীদের ধাওয়া দিলে ছিনতাইকারীরা গুলি চালায়।

“পাঁচ বন্ধু পালিয়ে গেলেও রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় ওই পাঁচ বন্ধুকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে জানিয়ে ওসি রিজাউল হক বলেন, আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া ঘটনা তদন্ত করা হচ্ছে।