একাংশের আখেরি মোনাজাতে দেশের কল্যাণ কামনা

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে একাংশের বিশ্ব ইজতেমা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 06:44 AM
Updated : 16 Feb 2019, 07:15 AM

শনিবার সকালে বিশ্ব ইজতেমার ৫৪তম আসরে জোবায়েরপন্থীদের এই মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মুহাম্মদ জোবায়ের।

তিনি আরবি ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন। ২৪ মিনিটের মোনাজাতে তিনি প্রথম ১৩ মিনিট আরবিতে আর শেষ ১১ মিনিট বাংলায় দোয়া করেন। মোনাজাত শেষ হয় সকাল ১০টা ৪০ মিনিটে।

মোনাজাত স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অনেকে বিমানবন্দর গোল চত্বর ও উত্তরা থেকে মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিস বন্ধ ছিল।

গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান জানান, রাত ১২টার মধ্যে পুরো মাঠ খালি করে পুলিশ এর নিয়ন্ত্রণ নেবে। তার আগেই জুবায়েরপন্থীদের মাঠ ছাড়তে বলা হয়েছে। পরে সাদপন্থীদের মাঠ বুঝিয়ে দেওয়া হবে। সাদপন্থীরা রোববার সকাল ৭টার পর মাঠে প্রবেশ করবেন।

২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

জোবায়েরপন্থীদের আখেরি মোনাজাতের পর ২০২০ সালের বিশ্ব ইজতেমার তারিখ মাইকে ঘোষণা করা হয়।

তাদের শীর্ষস্থানীয় মুরব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ২০২০ সালের বিশ্ব ইজতেমা হবে ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি।