বিকট শব্দে আতঙ্ক, ইজতেমা মাঠে হুড়োহুড়িতে আহত

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট শ্দকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবে হুড়োহুড়িতে বেশ কয়েকজন জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2019, 09:08 AM
Updated : 15 Feb 2019, 09:46 AM

বয়ান মঞ্চের দক্ষিণ পাশে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া জানান।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে রাজশাহীর হাসান মাহমুদ, খুলনার খালিদ হাসান, টাঙ্গাইলের জাবেদ শিকদার, রাজশাহীর জোবায়ের, জামালপুরের নজরুল ইসলাম, ঢাকার সভারের মনিরুজ্জামান, রাজশাহীর হারুন অর রশিদ, লক্ষীপুরের জাহিদ, সিরাগঞ্জের জাহিদুল ইসলাম, মাহদুল হাসান, ঢাকার যাত্রাবাড়ির মুজাহিদুল ইসলাম, ওমায়ের, বরিশালের আরিফুল ইসলাম ও ময়মনসিংহের আজাহারুল ইসলামকে ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে শব্দ হয়। পরে সিলিন্ডার বিস্ফোরণের গুজবে আতঙ্কিত হয়ে আশপাশে থাকা লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করে।

এ সময় হুড়োহুড়িতে পাঁচ-ছয়জনের মত আহত হয়।তাদের উদ্ধার করে ফ্রি মেডিকেল ক্যাম্পে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

প্রত্যক্ষদর্শী জামালপুরের নরুল ইসলাম বলেন, “রান্না করার সময় হঠাৎ লোকজন ছুটোছুটি শুরু করে। এ সময় চুলার উপড়ে থাকা হাঁড়ি-পাতিল পড়ে, চুলার আগুনে পুড়ে এবং দা-বটিতে কাটা পড়ে কয়েকজন আহত হন।”  

আরেক প্রত্যক্ষদর্শী জামালপুরের পাথালিয়ার ফকির আকন্দ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের শব্দকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবে হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।