টঙ্গীতে সুতার কারখার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি সুতার কারখানার গুদামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 06:15 PM
Updated : 14 Feb 2019, 06:55 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

টঙ্গী, উত্তরা, পূর্বাচল, সাভার ইপিজেড, জয়দেবপুর ও শ্রীপুরে ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত সোয়া ৯টার দিকে তারা অ্যানন টেক্স নামের কারখানার একতলা বিশিষ্ট সুতার গুদামের শেডে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি জানান, খবর পেয়ে টঙ্গী, উত্তরা, জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আশে-পাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে তাৎক্ষণিক আটটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে আক্তারুজ্জামান জানান।