পঞ্চগড়ে আহমদিয়াদের বাড়িঘরে হামলা তদন্তে কমিটি

আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা ঘিরে পঞ্চগড় শহরে হামলা-ভাংচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 03:17 PM
Updated : 13 Feb 2019, 04:27 PM

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহেতেশাম রেজাকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

“কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”

আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পঞ্চগড় শহরে ব্যাপক হামলা-ভাংচুর চালিয়েছে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের অনুসারীরা।

তারা শহরের আহমদনগর এলাকার আহমদিয়াদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করেছে।

আহমদিয়া মুসলিম জামাত ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি আহমদ নগর এলাকায় তিন দিনের বার্ষিক সালানা জলসা আয়োজনের ঘোষণা দিয়েছিল।

কিন্তু ওই জলসা বন্ধের দাবিতে খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ঈমান আকিদা রক্ষা কমিটি, ইসলামী যুব সমাজ ও স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন ফেব্রুয়ারির শুরু থেকেই আন্দোলনে নামে।