কুমিল্লায় হাবিব মাস্টার হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 12:37 PM
Updated : 13 Feb 2019, 12:37 PM

বুধবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ রায় দেন।

দণ্ডিতরা হলেন চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৪০), মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজনীন আক্তার (৪৫), মৃত আনু মিয়ার ছেলে শাহ আলম, ভাই মোস্তাজিুর রহমান ও কুমিল্লা কোতোয়ালি থানার বীররহিমসার এলাকার আবুল কাশেম মজুমদারের ছেলে ইকবাল মজুমদার।

এদের মধ্যে শেষের তিনজন পলাতক রয়েছেন। এছাড়া মামলা চলাকালে তিনজন মৃত্যুবরণ করেছেন।

আদালতের জেলা পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান, চৌদ্দগ্রামে ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন হাবিবুর রহমান মাস্টার।

এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আট জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাক্কুল ইসলাম খসরু।