পিরোজপুরে ইঁদুর মারার বৈদুতিক ফাঁদে যুবকের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলায় একটি মাঠে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।  

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 05:32 AM
Updated : 13 Feb 2019, 05:32 AM

মঙ্গলবার মধ্যরাতে শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান।

মৃত আজিজুল হক ইমন এবং আহত মজিবর রহমান ও আল-আমিন শেখ ওই এলাকারই বাসিন্দা। রাতে মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সদস্য রফিক হাওলাদার জানান, ইমনসহ চারজন শীতের পাখি শিকারের জন্য রাতে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুলাল হালদারের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বিদ্যুতের ফাঁদের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।

পরে মজিবর ও আল আমীন আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর সদর হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট ইমন হাসপাতালে আনার আগেই মারা যান। মজিবর ও আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জিয়াউল হক বলেন, এ ঘটনায় তারা মাকুন্দ নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছেন। প্রাণহানির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।