সীমান্তে বিজিবি-চোরাচালানি গোলাগুলি, অস্ত্র-মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে চোরাচালানিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রো ও মাদক।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 09:46 AM
Updated : 12 Feb 2019, 09:53 AM

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিজিবি ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম সালাহ উদ্দীন জানান, উপজেলার ছিয়াত্তরবিঘা এলাকায় আগের রাত পৌনে ১টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

সালাহ উদ্দীন বলেন, গোয়েন্দা তথ্যে বিজিবির একটি দল আগে ছিয়াত্তরবিঘা এলাকায় অবস্থায় নেয় । এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামতে বলা হলে ভেতর থেকে চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে প্রাইভেটকারেটিতে আগুন ধরে গেলে চোরাচালানিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান ও ৮১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং গাড়িটি জব্দ করা হয়।”

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।