
মানিকগঞ্জে তরুণীকে ‘ধর্ষণ’: দুই পুলিশ গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2019 12:19 PM BdST Updated: 12 Feb 2019 04:51 PM BdST
মানিকগঞ্জে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
Related Stories
সাটুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
আসামিরা হলেন ওই থানার এসআই সেকেন্দার হোসেন এবং এএসআই মাজহারুল ইসলাম।
এর আগে সোমবার তাদের বিরুদ্ধে মামলা করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক তরুণী। তিনি বাবার সঙ্গে ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় থাকেন।
মামলায় অভিযোগ করা হয়, ঢাকার আশুলিয়া থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই সেকেন্দার হোসেনের সঙ্গে আশুলিয়ার এক নারীর পরিচয় হয়। ওই নারীর প্রতিবেশী এই তরুণী।
এই পরিচয়ের সূত্র ধরে পাঁচ-ছয় বছর আগে জমি ব্যবসার জন্য ওই নারী এএসআই সেকেন্দারকে এক লাখ টাকা দেন। পরে জমি বিক্রি করে তার অংশের লভ্যাংশসহ তিনি সেকেন্দারের কাছে তিন লাখ টাকা পাওনা হন। দীর্ঘদিনেও তার সব টাকা পরিশোধ করা হয়নি। এ কারণে ওই টাকার জন্য তিনি মাঝেমধ্যে সাটুরিয়া থানায় সেকেন্দারের কাছে যেতেন বলে মামলায় বলা হয়।

“এর পর তাকে পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে ওই কর্মকর্তারা ইয়াবা সেবন করেন। এ সময় তাকেও ইয়াবা সেবনে বাধ্য করা হয়। ইয়াবা সেবনের পর তিনি অসুস্থবোধ করেন। এর পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ওই কক্ষে আটকে রেখে ওই দুই কর্মকর্তা তাকে কয়েক দফায় ধর্ষণ করেন।”
এসপি রিফাত রহমান সাংবাদিকদের বলেন, শনিবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এরপর রোববার ওই তরুণী তার কাছে লিখিত অভিযোগ করেন।
এসপি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে দিতে নির্দেশ দেওয়া হয়।
“তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান এবং জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী।”
হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত করা হয়। তদন্তে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ দিকে সোমবার রাতেই ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান।
তিনি বলেন, তিনিসহ চার সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- দিনাজপুরে অস্ত্রসহ ‘জেএমবি’ গ্রেপ্তার
- হবিগঞ্জে গউছসহ বিএনপির ১৪ জন কারাগারে
- তেঁতুলিয়ায় পিকনিকের বাস উল্টে শিক্ষার্থী নিহত
- বহরমপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত: বিজিবি প্রধান
- নারায়ণগঞ্জে সংঘর্ষ: সাবেক ও বর্তমান কাউন্সিলরসহ গ্রেপ্তার ২২
- হবিগঞ্জে গ্রেপ্তারের পর আসামির মৃত্যু
- পটুয়াখালীতে বাস দুর্ঘটনায় মালিক নিহত
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- কাশ্মীরের পুলওয়ামায় ৪ ভারতীয় সৈন্য নিহত
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- আমিরাতের সঙ্গে চার সমঝোতা স্মারক, বড় বিনিয়োগের আশা
- প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- বিশ্ব ইজতেমা একদিন বাড়ল, আখেরি মোনাজাত মঙ্গলবার