সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা, ২ মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ দুই মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 09:46 AM
Updated : 11 Feb 2019, 09:46 AM

শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন জানান, হামলায় থানার এএসআই আব্দুল হাই আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াখালী গ্রামে এই হামলা হয়।

ওসি হাবিল বলেন, জয়াখালী গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে যাত্রাপালা আয়োজন করা হয়। যাত্রা চলার সময় সেখানে বসে গাঁজা সেবন করছিলেন তারানীপুর গ্রামের সোহাগ ও আব্দুল্লাহ।

“এএসআই আব্দুল হাই, এএসআই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করেন। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে তারা যুবলীগের ছেলে দাবি করে তাদের ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে সোহাগ ও আবাদুল্লাহর অন্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হাতকড়া পরা অবস্থায় সোহাগ ও আব্দুল্লাহ পালিয়ে যান।”

তাদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি হাবিল হোসেন।