রুমা সীমান্ত থেকে ফিরে গেছে ৮ পরিবার

মিয়ানমার থেকে পালিয়ে এসে বান্দরবানের সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেওয়া আটটি পরিবার এক সপ্তাহ পর ফিরে গেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 04:56 PM
Updated : 10 Feb 2019, 04:58 PM

রোববার রেমাক্রি প্রাংসা ইউনিয়নে চইখ্যং পাড়ার সীমান্ত থেকে তারা ফিরে যায় বলে বিজিবি জানিয়েছে।  

গত ৪ ফেব্রুয়ারি মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের ৩৮ পরিবারের দেড়শতাধিক নারী-শিশু-পুরুষ বান্দরবানের রুমা উপজেলার সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শূন্যরেখায় আশ্রয়ে থাকা মিয়ানমারের নাগরিক আট পরিবারে ২৮ জন সদস্য ফিরে গেছে। বাকি পরিবারগুলোও পর্যায়ক্রমে ফিরে যাওয়ার কথা রয়েছে।

তবে ফিরে যাওয়া পরিবারগুলো কোন সম্প্রদায়ের লোক সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রায় দুই সপ্তাহ ধরে চিন ও রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ও সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতময় পরিস্থিতির মধ্যে ৪ ফেব্রুয়ারি প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে মিয়ানমারে দেড় শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী। তার মধ্যে রয়েছে রাখাইন, খুমি ও খ্যও সম্প্রদায়ের ৩৮ পরিবার।