মাদারীপুরে সাংবাদিককে হত্যার হুমকি

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিককে হত্যা হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 08:46 AM
Updated : 10 Feb 2019, 08:46 AM

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলাল রিজভীকে শনিবার দুপুরে এ হুমকি দেওয়া হয়।  

মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় রাতে বেলাল রিজভী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

জেলার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান তাকে এ হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মিজানুরের মাদারীপুর শহরে চারটি বাড়ি রয়েছে। এ নিয়ে মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকায় গত বৃহস্পতিবার ‘মাদারীপুর ৪ বাড়ির মালিক তৃতীয় শ্রেণির কর্মচারী’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

এ নিয়ে পত্রিকাটির প্রকাশক শহিদুল কবির খোকন, প্রতিবেদক বেলাল রিজভী এবং দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক নাজমুল হকের সঙ্গে মিজানের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে মিজান ট্রাক চাপা দিয়ে রিজভীকে হত্যার হুমকি দেয়।

এছাড়া শুক্রবার বিকালে একটি মোবাইল নম্বর থেকে বেলাল রিজভীর মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমআর মর্তুজা বলেন, সংবাদের ‘ভুল’ বা ‘অতিরঞ্জিত’ কিছু থাকলে মিজানুর মামলা করতে পারতেন। কিন্ত তিনি সেটা না করে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন; এটা বাক স্বাধীনতার পরিপন্থী।”

ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।