সাইপ্রাসে দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

সাইপ্রাসে গাড়ির ধাক্কায় যশোর ও সাতক্ষীরার দুই যুবক নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবেনাপোল ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 04:50 PM
Updated : 9 Feb 2019, 06:02 PM

শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

তবে সাইপ্রাসের কোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে তা জানা যায়নি।

নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে রিপন হোসেন (২৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের মৃত আবুল হোসে ফয়জুল্লাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম মালি (২৮)।

রিপন তুর্কি সাইপ্রাসের রাজধানী ল্যাপকোসার অ্যালাইকো এলাকায় কাজ করতেন। সাইফুলের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

রিপনের মামা নুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয় দিন আগে (গত ৩০ জানুয়ারি) একটি কোম্পানিতে কাজ নিয়ে সাইপ্রাস যান রিপন হোসেন।

নুর হোসেন বলেন, শুক্রবার রাতের খাবার শেষে রিপন তার সহকর্মী সাইফুলের সঙ্গে রাস্তায় হাঁটতে যান। তখন পিছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইফুল মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাইফুল।”

রিপন ও স্ত্রী রীনা খাতুনে একমাত্র সন্তান রাব্বি দ্বিতীয় শ্রেণির ছাত্র। এছাড়া রীনা খাতুন বর্তমান সন্তানসম্ভাবা।

শনিবার দুপুরে রিপনের বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা জাহান আলী বলেন, নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে রিপন সহায়সম্বল বিক্রি করে সাইপ্রাস গিয়েছিল; একটি দুর্ঘটনায় পুরো পরিবারকে পথে বসিয়ে দিয়ে গেল।

সাইফুল মা, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

সাইফুলের ভাই মাওলানা জিয়াউল ইসলাম বলেন, তারা দুজন গত ৩০ জানুয়ারি একসঙ্গে সাইপ্রাস গিয়েছিলেন। একটি ভালো কোম্পানিতে কাজও হয়েছিল তাদের।