গোপালগঞ্জের সড়কে নিহত ২

গোপালগঞ্জে বাসচাপায় এক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী ও মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 11:50 AM
Updated : 9 Feb 2019, 11:50 AM

টুঙ্গিপাড়া থানার এসআই কামরুজ্জামান জানান, শনিবার বেলা ১১টার দিকে মালেক বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে কোরবান আলী (১২) নামে এক শিশু নিহত হয়।

কোরবান সরদার মালেক বাজার এলাকায় প্রতিবন্ধী বিশেষ শিক্ষা স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাকপ্রাথমিক শ্রেণির ছাত্র। সে ওই স্কুলের পুনর্বাসনকেন্দ্রে থেকে পড়াশোনা করত। টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের নাসির সরদারের ছেলে সে।

পুনর্বাসন কেন্দ্রের সেবিকা হালিমা বেগম বলেন, ১৫ দিন আগে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কোরবানকে তার মা এখানে ভর্তি করান।

“কোরবান আমাদের স্কুলের প্রাকপ্রাথমিক শ্রেণিতে পড়াশেনা শুরু করত। শুক্র ও শনিবার আমাদের স্কুল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে পুনর্বাসন কেন্দ্র থেকে সবার অজান্তে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় ঘটনাস্থলেই কোরবান মারা যায়।”

লাশ গোপালগঞ্জ সদর হাসপতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সদর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা শহরের চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সেবা সরকার (২১) নামে এক তরুণী নিহত হয়েছেন।

সেবা সরকার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দলদলা গ্রামের বীরেন সরকারের মেয়ে। তিনি  গোপালগঞ্জে শ্রমিকরে কাজ করতেন।

এসআই কিবরিয়া বলেন, ওই তরুণী রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।