বরগুনায় হরিণের মাংস, চামড়া, মাথা জব্দ

বরগুনার পাথরঘাটায় হরিণের ৪০ কেজি মাংস, দুইটি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 09:30 AM
Updated : 7 Feb 2019, 09:30 AM

উপজেলার সুন্দরবনের পক্ষীদিয়া এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয় বলে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান।
তিনি বলেন, গোপনে খবর পেয়ে পক্ষীদিয়ায় হরিণ শিকারীদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় হরিণ শিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে ৪০ কেজি হরিণের মাংস, দুইটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয় বলে জহুরুল জানান।

জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আর চামড়া শুকিয়ে সংরক্ষণ করা হবে কোস্টগার্ড জানায়।