ময়মনসিংহে কোচিং ও কিন্ডারগার্টেন সিলগালা, আটক ২

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে ময়মনসিংহ নগরীতে দুটি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 05:36 PM
Updated : 6 Feb 2019, 05:36 PM

বাউন্ডারী রোড ও নাহা রোডে বুধবার এ অভিযানে দুইজনকে আটকও করা হয়।  

আটকরা হলেন নাজমুল'স ইংলিশ একাডেমির পরিচালক নাজমুল হক এবং সিদ্দিক স্যারের বেসিক বাংলা পরিচালক আবু বক্কর সিদ্দিক।

কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে কোচিং পাড়া হিসেবে পরিচিত বাউন্ডারী রোড ও নাহা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

“সরকারি নির্দেশ অমান্য করে নাজমুল'স ইংলিশ একাডেমি ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা কোচিং সেন্টারের দরজায় তালা দিয়ে ভিতরে কোচিং কার্যক্রম চালানোর সময় দুই পরিচালককে আটক করা হয়।”

ওসি বলেন, এছাড়া মাইলস্টোন কিন্ডারগার্টেনেও কোচিং কার্যক্রম পরিচালনার সময় হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমাণ আদালত। তবে এখানে পরিচালনাকারীরা পালিয়ে যায়।

“পরে দুটি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেন সিলগালা করে দেওয়া হয়।”

অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান।