বেনাপোলে ৫ লাখ টাকার চন্দন কাঠ জব্দ

যশোরের বেনাপোলে পাঁচ লাখ টাকার চন্দন কাঠ জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2019, 09:45 AM
Updated : 6 Feb 2019, 09:45 AM

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল ১০টার দিকে বেলতলা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে পারেনি।

সুবেদার মনিরুজ্জামান বলেন, চোরা কারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ এনেছে এমন খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৫০ কেজি চন্দন কাঠ ফেলে পালিয়ে যায়।

“উদ্ধার করা চন্দন কাঠ বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এর দাম প্রায় পাঁচ লাখ টাকা।”