গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

গাজীপুর নগরীতে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 03:09 PM
Updated : 5 Feb 2019, 05:38 PM

মঙ্গলবার সন্ধ্যায় ক্রিসেন্ট কেমিকেল কারখানায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মো. আক্তারুজ্জামান বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই কারখানার ইউটিলিটি (একতলা) ভবনের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

“টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে কেউ আহত বা নিহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে তিনি জানান।

স্থানীয় জিয়াউর রহমান জানান, মাগরিবেরে নামাজের ১৫-২০ মিনিট পর ওই কারখানায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং অনেক উঁচুতে আগুনের শিখা দেখা যায়। এ সময় আশপাশের বাড়ির লোকজন আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে দূরে চলে যায় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলে। পাশের টঙ্গী-কালীগঞ্জ সড়কে যানবাহন চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।