পরীক্ষার সময় কোচিং, মাদারীপুরে ২ শিক্ষক‌কে জ‌রিমানা

মাদারীপুরে এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই শিক্ষককে কোচিং করানোর অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 09:59 AM
Updated : 5 Feb 2019, 11:39 AM

দুই শিক্ষক হলেন জেলার কালকিনি উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জালালউদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমির সহকারী শিক্ষক সমতল গাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কতিপয় শিক্ষক গোপনে কোচিং চালু রেখেছেন।

“আর ওই দুই শিক্ষক পরীক্ষা-সংশ্লিষ্ট দায়িত্বেও রয়েছেন। তারা আইন ভঙ্গ করেছেন। দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”