ফরিদপুরে পদ্মায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

ফরিদপুরে পদ্মায় প্রায় আড়াই হাজার বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 09:34 AM
Updated : 5 Feb 2019, 09:34 AM

জেলার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা জানান, সোমবার রাতে গাজীরটেক ইউনিয়নের দোকানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর প্রশাসন খোঁজখবর নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. আবুবক্কার (২৫) জানান, ভোরের দিকে তিনি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান।

“ট্রলারের কাছে গিয়ে দেখেছি পানির নিচে থাকা নারকেলগাছের গুঁড়ির আঘাতে ট্রলারটি ছিদ্র হয়ে গেছে।”

ট্রলারটি ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের একতা এন্টারপ্রাইজের সিমেন্ট বহন করছিল।

একতার ক্যারিং কন্ট্রাক্টর মো. নিজাম উদ্দীন বলেন, এমভি শেখ ফরিদ-৩ নামের ওই ট্রলারে করে প্র্য় তিন হাজার বস্তা আকিজ সিমেন্ট আনা হচ্ছি।

“ডুবতে শুরুর পর ৩০ জন শ্রমিক তিনটি ট্রলার নিয়ে ৪৫৯ বস্তা সিমেন্ট উদ্ধার করতে পেরেছেন। বাকি ২৪৯১ বস্তা ভিজে নষ্ট হয়ে গেছে।”