ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 09:16 AM
Updated : 5 Feb 2019, 09:16 AM

ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. সফিউল আজম মঙ্গলবার ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জিসান চৌধুরী জিকু জেলা শহরের নিউ মৌড়াইল এলাকার সানাউল্লাহ চৌধুরীর ছেলে।

জিকু পলাতক রয়েছেন।

২০১৩ সালের ২৭ অগাস্ট জেসমিন আক্তার আঁখি হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

বাদীপক্ষের আইনজীবী দ্বীন ইসলাম মামলার নথির বরাতে বলেন, ২০০৯ সালের ৩ এপ্রিল জিকুর সঙ্গে ঢাকার মেয়ে আঁখির বিয়ে হয়।

“স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে জিকু সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এর জেরে জিকু ২০১৩ সালের ২৭ অগাস্ট ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে স্ত্রী আঁখিকে হত্যা করেন।”

শুনানি শেষে আদালত জিকুকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে বলে তিনি জানান।