সিঁদকাটা ঘরে নারীর বিবস্ত্র লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে, যে ঘরের রাতে সিঁদ কেটে কেউ ঢুকেছিল।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2019, 05:44 PM
Updated : 4 Feb 2019, 05:44 PM

বাংগুরি এলাকায় রোববার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ারা বেগম (৪৫) কালিয়াকৈর উপজেলার বাংগুরি এলাকার হোসেন মন্ডলের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, হোসেন মন্ডল উপজেলার চিনাইল এলাকায় পাগলা মেলায় রাতে পাহারাদারের কাজ করেন। তাদের একটি টিন শেডের দোতলা ঘরে নিচতলায় আনোয়ারা বেগম, দোতলায় বড় ছেলে আভীর হোসেন এবং নিচতলার বারান্দায় ছোট ছেলে রোহান আহম্মেদ থাকেন।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় তিনি মেলায় পাহারা দিতে যান। অন্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

“ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ওই ঘরের পশ্চিম পাশের মাটির দেওয়ালে সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে গৃহবধূ আনোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।” 

ওসি বলেন, সকালে বাড়ি ফিরে স্ত্রী আনোয়ারাকে ডেকে তোলার চেষ্টা করেন হোসেন মন্ডল। কিন্তু তার সারাশব্দ না পেয়ে বড় ছেলে আভীরকে ডেকে তোলেন। ঘরের দরজা খুলতেই বিছনার উপর বিবস্ত্র এবং গলায় গামছা পেঁচানো লাশ দেখেন।

ঘরে টিনের একটি বাক্স, শো-কেইস খোলা ও বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পাওয়া যায় বলে ওসি জানান।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আলমগীর বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।