হাত-পা বাঁধা এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে নিখোঁজের একদিন পর হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 03:46 PM
Updated : 3 Feb 2019, 03:46 PM

নূর মাওলা বাদশা (১৬) নামে ওই ছাত্র চরক্লার্ক গ্রামের রফিক উল্লার ছেলে এবং চরক্লার্ক কেরামতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

তকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর মাওলার চাচা মোশাররফ হোসেন জানান, শনিবার এসএসসির প্রথম দিনের পরীক্ষা দেন নূর মাওলা। ওইদিন সন্ধ্যায় বাড়ির সামনে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও পরিবারের লোকজন তার সন্ধান পায়নি।

“রোববার সকালে বাড়ির পাশে ঝোপের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে স্বজনরা উদ্ধার করে।”

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, “দুপুর ১টার দিকে নূর মাওলা নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। সে আশংকামুক্ত রয়েছে।”

হাসপাতালে চিকিৎসাধীন নূর মাওলা জানান, কেউ পেছন দিক থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। এরপর হাত-পা বেঁধে তাকে ঝোপের মধ্যে ফেলে যায়।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।