চাঁদপুরে চুরি হওয়া সোনা-রূপা কুমিল্লায় উদ্ধার, আটক ২

চাঁদপুরে শহরের একটি বাসা থেকে দেড় মাস আগে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপা কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 09:35 AM
Updated : 3 Feb 2019, 09:35 AM

চাঁদপুরে শহরের একটি বাসা থেকে দেড় মাস আগে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপা কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লার চান্দিনা বাজারে শনিবার রাতে ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালিয়ে গয়নাগুলো উদ্ধার করা হয় বলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান।

গত ১৮ ডিসেম্বর চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার ‘নিঝুম ভিলায়’ এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় অমল দেবনাথ ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, নিঝুম ভিলায় চুরির ঘটনায় ওই বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালানো শুরু করে।

“পরে গোপন তথ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে শনিবার বিকালে ইসমাইলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে চান্দিনা বাজারে ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপা উদ্ধার এবং অমলকে আটক করা হয়।”

তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।