রাঙামাটিতে পিসিপি সভাপতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 05:33 PM
Updated : 2 Feb 2019, 05:33 PM

শনিবার একটি বিদেশি পিস্তল ও নগদ চার লাখের বেশি টাকাসহ তাকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার এসআই আনোয়ার কামাল হারুন জানিয়েছেন।

হারুন বলেন, কুতুকছড়িতে বসে চাঁদার টাকা ভাগাভাগির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল এবং চার লাখ পাঁচ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

“আটক কুনেন্টু চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি।” 

গ্রেপ্তারর পর সন্ধ্যায় তাকে সংবাদকর্মীদের সামনে আনা হয়।

কুনেন্টু পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি হলেও তিনি নানিয়ারচর ও রাঙামাটি সদরের কুতুকছড়িতে অবস্থান করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন বলে পুলিশের ভাষ্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জাহিদ হোসেন রনি বলেন, গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।