পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 03:10 PM
Updated : 2 Feb 2019, 03:10 PM

শনিবার বাউরা ইউনিয়নের নবীনগর ম্যাচেরঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম (২৮) বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান কদমার ছেলে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। আসাদুলের মরদেহ ময়নাতদন্ত শেষে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।  

কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকায় সানিয়াজান বেইলি সেতুর নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ টহল দলের মুখে পড়ে।

“এসময় বিএসএফ গুলি করলে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আসাদুল ইসলাম। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। মরদেহ ভারতীয় নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিয়ে গেছে।”

রফিকুল আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় শিলিগুড়ি হাসপাতাল মর্গে পাঠিয়েছে বিএসএফ। এজন্য শনিবার লাশ ফেরত দেয়নি।

নিহত আসাদুল ইসলামের স্ত্রী সোনালী বেগম ও দুই সন্তান রয়েছে। আসাদুল কুলির কাজ করতেন বলে সোনালী বেগম জানিয়েছেন।