মাদারীপুরে নিচু করে সড়ক নির্মাণ, এলাকায় ক্ষোভ

মাদারীপুর সদর উপজেলায় একটি গ্রামীণ সড়ক অনিয়মের আশ্রয়ে নিচু করে নির্মাণ করা হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2019, 08:42 AM
Updated : 2 Feb 2019, 08:42 AM

রাস্তি ইউনিয়নের পাঁচখোলা থেকে ডিএসপি স্কুল পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি হলেও রাস্তা নিচু করায় জলাবদ্ধতার আশঙ্কা ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ওই এলাকাবার বাসিন্দা রবিউল ইসলাম, সাইদুর রহমান, জাহেদা বেগম বলেন, তারা প্রতিবাদ করলেও ঠিকাদার আকু বিশ্বাস বিষয়টি আমলে নেননি।

এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বলেন, তারা ঠিকাদারকে চিঠি দিয়েছেন।

“আমরা পরিদর্শন করে দেখেছি যে সড়কটি নির্ধারিত উচ্চতার চেয়ে বেশ নিচু করে করছেন ঠিকাদার। তাকে নিয়ম অনুযায়ী কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে। ঠিকমত কাজ না করলে বিল দেওয়া হবে না।”