গাজীপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2019, 05:37 PM
Updated : 1 Feb 2019, 05:38 PM

শুক্রবার র‌্যাব ১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার যোগীরসীট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই এলাকার আবুল হাসেমের ছেলে কোচিং সেন্টারের শিক্ষক মো. রফিকুল ইসলাম (২৫) ও একই এলাকার শুকুর আলীর ছেলে মো. আকরাম হোসেন (২১)।

র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিক জিজ্ঞসাবাদে রফিকুল জানিয়েছেন তিনি গাজীপুরের ভাওয়াল বদলে আলম কলেজের বিএন (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র।

“পাশাপাশি তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। সেখানে শিক্ষকতার নামে ২০১৭ সালে ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে প্রশ্ন ফাঁসের কাজ শুরু করেন। ওই বছর পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ৮-১০টি বিষয়ের প্রশ্ন বিক্রি করে মোটা অংকের টাকা আয় করেন তিনি। আর এ কাজে আকরাম যুক্ত হন গত বছর।”