চুয়াডাঙ্গায় ৪ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তের ওপারে ভারতে নিহত এক বাংলাদেশির লাশ চার দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2019, 06:16 PM
Updated : 31 Jan 2019, 06:16 PM

বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান জানান, সোমবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর এলাকায় ভারতীয় অংশে ওমিদুল নামে এক ব্যক্তি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বিএসএফ।

“খুনি তাকে কুপিয়ে হত্যা করে।”

বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়। কিন্তু চার দিন সময় নেয় বিএসএফ।

বিজিবি কর্মকর্তা ইমাম হাসান বলেন, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল ময়নাতদন্তের পর লাশ দেবে তারা। বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে লাশ গ্রহণ করে বিজিবি।

লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস।

তিনি বলেন, “বিএসএফের ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে গুলি করে হত্যার কথা বলা হয়েছে। এ ব্যাপারে ভারতের কৃষ্ণগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।”