কিশোরগঞ্জ-১ আসনে ৩ জনের মনোনয়নপত্র জমা

সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2019, 05:16 PM
Updated : 31 Jan 2019, 07:41 PM

শেষ দিন বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাইন বিল্লাহ।

আর আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি।

তিনি বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি ও মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

গত ৩ জানুয়ারি আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১০ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন। ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা।