ভোলায় অবৈধ ইটভাটার চার মালিককে ৬ মাসের দণ্ড

ভোলায় অবৈধ তিনটি ইটভাটার চার মালিককে ছয় মাসের কারাদণ্ডসহ তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2019, 12:43 PM
Updated : 31 Jan 2019, 12:43 PM

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, বৃহস্পতিবার পশ্চিম ইলিশা এলাকার সাইমুন ব্রিকস-১, সাইমুন ব্রিকস-২ ও সেভেন স্টার ব্রিকসকে এই দণ্ড দেওয়া হয়।

ভাটায় গিয়ে সেভেন স্টার ব্রিকসের মালিক আকতার হোসেন, সাইবুল হাসান, সাইমুন ব্রিকস-২-এর মালিক সাহারুল আমিন ও সাইমুন ব্রিকস-১-এর মালিক সুমনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

“অনুমতি না থাকায় ও অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাসের জেল দেওয়া হয়।”