ভদ্রা ও সালদা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনার ভদ্রা ও সালদা নদীতে গড়ে তোলা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 05:22 PM
Updated : 30 Jan 2019, 05:22 PM

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে বুধবার এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ভদ্রাদিয়ায় একটি ইটভাটা এবং সালদা নদীর উপর নির্মিত একটি আধাপাকা বাড়ি অপসারণ করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রে জাকির হোসেন বলেন, নদীর সীমানার মধ্যে অবৈধ দখল ও স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলকে আগে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পরও স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদ করা হয়।

এ সময়  পুলিশ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।