লালমনিরহাটে আ. লীগ অফিস ভাংচুরে মামলা, আসামি ২৭

লালমনিরহাটে স্থানীয় একটি আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 04:12 PM
Updated : 30 Jan 2019, 04:12 PM

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু।

মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন বড়বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে বিএনপি কর্মী সাজেদুল ইসলাম সাজে (৪৩), খোদাবাগ গ্রামের আনছার আলীর ছেলে আমজাদ হোসেন (৩০) ও সাদেক নগরের ময়েন উদ্দিনের ছেলে মিঠু মিয়া (৩৫)।

মামলার নথির বরাত দিয়ে লালমনিরহাট সদর থানার ওসি রায়হান আলী বলেন, বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা মোড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী জিএম কাদেরের একটি বিলবোর্ড ছিল। ২৮ জানুয়ারি (সোমবার) রাতে সেই বিলবোর্ডটি সরিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর ছবি লাগানো হয়। এ নিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জেরে মঙ্গলবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়। তখন টিভিসহ আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আটকদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি রায়হান আলী।