গাজীপুরে ডাকাতির পর দুইজনকে ধরে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক বাড়িতে ডাকাতির পর সন্দেহভাজন দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2019, 04:34 AM
Updated : 30 Jan 2019, 07:09 AM

মঙ্গলবার রাত দেড়টার দিকে নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে গণপিটুনির এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ থানার ওসি মো. আবু বক্কর মিয়া জানান।

নিহত দুজনের বয়স অনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

ওসি বলেন, আট-দশ জন ডাকাতের একটি সশস্ত্র দল রাতে ওই গ্রামের রাবেয়া বেগমের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। পরে পাশেই সায়েম আকন্দের বাড়ির কলাপসিপল গেইটের তালা ভেঙ ভেতরে ঢোকার চেষ্টা করে।

“এ সময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। পরে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। তারা দুইজনকে ধরে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

ওসি বলেন, ডাকাত দলের অন্যরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, পরিদের্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, পরিদর্শক (অপারেশনস) মো. সোহেল রানা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল থেকে একটি রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।”