বেনাপোলে ৬ রোহিঙ্গা নারী আটক

বেনাপোলে দিয়ে ভারতে যাওয়ার সময় ছয় রোহিঙ্গা নারী ও এক কথিত পাচারকারীকে আটক করেছে পুলিশ।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 03:40 PM
Updated : 29 Jan 2019, 03:40 PM

বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মঙ্গলবার বিকালে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটিতে একদল রোহিঙ্গা অবস্থান করছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে।

আটকরা হলেন আজিজ তাহারা (১৭), হাফিজা খাতুন (২০), শরিফা খাতুন (১৯), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) এবং কথিত পাচারকারী মঞ্জুর আহম্মেদ (৩৯)।

আটক ছয় নারীর বাড়ি মিয়ানমারে। মঞ্জুর আহম্মেদের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানান ওসি মাসুদ।

মাসুদ বলেন, পাচারকারী মুঞ্জুর আহম্মেদ তাদেরকে ভুয়া পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করার উদ্দেশ্যে বেনাপোল নিয়ে আসেন।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।