ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ডাকাত নিহত

ফেনী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 05:51 AM
Updated : 28 Feb 2019, 12:28 PM

সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ভোরে ধর্মপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ওরফে কসাই বাবুলের বিরুদ্ধে খুন-ডাকাতি ও অস্ত্রসহ সাত-আটটি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

বাবুল সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

ওসি আজাদ বলেন, ধর্মপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও বাবুল গুলিবিদ্ধ হন। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, বাবুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ সাত-আটটি মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আজাদ।