ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের খবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার খরব পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 03:19 PM
Updated : 28 Jan 2019, 03:22 PM

সোমবার বিকাল ৫টার দিকে ধর্মগড় ও জগদল ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

নিহত সোহেল রানা বাবু (১৪) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামের একরামুল হকের ছেলে।

এলাকাবাসীর বরাতে চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাওয়াত খাওয়ার জন্য কিছুদিন আগে মামার সঙ্গে সোহেল রানা বাবু অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

“সোমবার বিকালে তারা ধর্মগড় ও জগদল ক্যাম্পের মাঝামাঝি সীমান্তের ৩৭৩/২ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার কুকড়াদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হয়।”

তার মামা পালিয়ে চলে এসেছে বলে জানান শফিকুল।

হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত কিশোর সোহেল রানা বাবুর বাড়ি আমার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মারাধার গ্রামে।”

তিনি বলেন, শোনা যাচ্ছে কয়েকদিন আগে সোহেলসহ কয়েকজন ছেলে ভারতে গিয়েছিল। আজকে তারা ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসছিল; সবাই চলে আসলেও সোহেল আসতে পারেনি, সে কাঁটাতারের মাঝখানে পড়ে যায়।

“এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।”

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমান্তে নিহত হয়েছে এটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। তবে এ বিষয়টি নিয়ে বিএসএফকে পত্র পাঠানো হয়েছে; আগামীকাল সীমান্ত এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”