নওগাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর সাংবাদিকের ক্যামেরা চুরি

নওগাঁ সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সাদেকুল ইসলামের একটি ভিডিও ক্যামেরা চুরি হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 03:03 PM
Updated : 28 Jan 2019, 03:03 PM

রোববার বেলা ১২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলের উপর রাখা ক্যামেরাটি কেউ নিয়ে গেছে।

এ ঘটনায় সোমবার নওগাঁ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাদেকুল ইসলাম।

সাদেকুল ইসলাম জানান, নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে একটি প্রতিবেদন করতে সহকারী রাসেলকে নিয়ে রোববার বেলা ১২টার দিকে তিনি নওগাঁ সদর হাসপাতালে যান। হাসপাতালের বাইরের ছবি আরেকটি ক্যামেরা দিয়ে ধারণ করা হচ্ছিল।

তিনি জানান, ‘প্যানাসনিক হ্যানডি’ ক্যামেরাটি ছিল হাসপাতালের প্রধান ফটকের সামনে রাখা মোটরসাইকেলের উপর। সেখান থেকে সেটি চুরি হয়।

বিষয়টি সঙ্গে সঙ্গে নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশান আরা খানমকে অবহিত করা হয়েছে। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে ক্যামেরাটি না পাওয়ায় সোমবার এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে বলে সাদেকুল জানান।

নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই বলেন, অপরাধীদের শনাক্ত ও ক্যামেরটি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সাদেকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি ইনডিপেনডেন্ট টিভি এবং দৈনিক মানবজমিনেও নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।