রেলওয়েকে উন্নত দেশের মডেলে সাজানো হবে: রেলমন্ত্রী

উন্নয়নের জায়গা চিহ্নিত করে বাংলাদেশ রেলওয়েকে উন্নত দেশগুলোর মতো সাজানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 12:56 PM
Updated : 28 Jan 2019, 12:57 PM

রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী রেলওয়ে স্টেশনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

সুজন বলেন, “বাংলাদেশ রেলওয়েকে সাজানো হবে উন্নত দেশগুলোর রেলওয়ের মডেলে। আধুনিকায়ক করা হবে রেলওয়ে স্টেশন এবং ট্রেনের। ইতিমধ্যে আমি রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে দেখছি রেলওয়ের কোথায় কোথায় কী কী কাজ করা যায়। কী কী পরিকল্পনা করা যায়।”

কাঙ্ক্ষিত সেবা পেতে সরকারের পাশাপাশি দেশের মানুষকেও এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন।

ইতিমধ্যে এই মন্ত্রণালয় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন চালুর প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ১ ঘণ্টা ৯ মিনিটে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে।

রেল বিভাগে কোনো দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, “আপনারা জানেন যে ১৯৬৫ সালের আগে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী যেসব রেল লাইন ছিল আমরা সেসব আবার পুনরায় চালুর পরিকল্পনা হাতে নিয়েছি। আগামী পাঁচ বছরের মধ্যে ফেনী-বিলোনীয়া রেলপথ ও চালু হবে।”

এ সময় মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিয়কান করার প্রতিশ্রুতি দেন।

ফেনী রেলওয়ে স্টেশনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ওমর ফারুক, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।