দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর জানিয়েছে তার পরিবার।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 10:30 AM
Updated : 28 Jan 2019, 02:40 PM

নিহত মোহাম্মদ শাহ্পরাণ (৪২) ফেনী শহরের মধ্যম চাড়িপুর এলাকার ফাতেমা ভুঁইয়া বাড়ির এয়ার আহমদ ভুঁইয়ার ছেলে।

রোববার রাত ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন ভুঁইয়া জানান।

আনোয়ার জানান, জীবিকার তাগিদে প্রায় ১৩ বছর আগে তার ভাই দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে বাংলাদেশি সুপার মার্কেটে তিনটি দোকান চালাতেন তিনি।

রোববার বিকালে দোকানের ক্যাশ কাউন্টারে মালামালের দরদামকে কেন্দ্র করে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কৃষ্ণাঙ্গ তার ভাইকে ছুরিকাঘাত করে।

তিনি বলেন, “এ সময় আমার ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ”

এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আনোয়ার জানান, তার ভাইয়ের সংসারে স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। মেয়ে সাজনিন সুলতানা স্থানীয় জিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী আর ছেলে সাজিদুল ইসলাম সোহান অষ্টম শ্রেণির ছাত্র।  

বাবার মৃত্যু সংবাদ শোনার পর থেকে তারা বার বার মূর্ছা যাচ্ছে। ভাবি শুধু নির্বাক হয়ে চেয়ে আছেন। আর বড় ছেলেকে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বৃদ্ধ বাবা-মা।

শাহ্ পরানের লাশ দ্রুত দেশে ফেরত আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছেন আনোয়ার।