রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে একজন নিহত

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 07:43 PM
Updated : 28 Jan 2019, 04:32 AM

ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, 'ইয়াবা লেনদেনের' বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত মোহাম্মদ জয়নাল (২২) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি ক্যাম্পটির নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন।

রোববার রাত ১০টার দিকে শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে জয়নাল নিহত হন বলে জানিয়েছেন শরণার্থী শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই সালাম বলেন, “ক্যাম্পের এইচ ব্লকের আব্দুল হাকিমের দোকানের সামনে মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গার নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মোহাম্মদ জয়নালকে একা পেয়ে ঘিরে ফেলে।

“জয়নালকে আটকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে তারা চলে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। এসআই সালাম বলেন, এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। 

শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ সেলিমসহ কয়েকজন রোহিঙ্গা সাংবাদিকদের বলেন, মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গা ইয়াবার একটি চালান বিক্রির জন্য জয়নালকে দিয়েছিল। ইয়াবার ওই চালানের টাকা শোধ না করায় জয়নালের সঙ্গে হাসানের বিরোধ চলছিল।

ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে সেলিমের ধারণা।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।