দুর্নীতির সঙ্গে আপস নয়: পূর্তমন্ত্রী

দুর্নীতি ও যুদ্ধাপরাধীসহ সমাজবিরোধী কোনো কাজকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 04:05 PM
Updated : 27 Jan 2019, 04:05 PM

রোববার পিরোজপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদকসেবী ও যুদ্ধাপরাধীদের সাথে কোনো অপস নয়। সে যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।”

কাউকে অযথা হয়রানি না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমান সরকারে আমরা জনগণের সেবা করার দায়িত্ব পেয়েছি, কোনো প্রকার ক্ষমতা পাইনি।”

সেবার মানসিকতা নিয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী রেজাউল করিম আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে আমরা সংকল্পবদ্ধ বিধায় ৭১ সালের ন্যায় ৩০ ডিসেম্বর ভোটে মহাবিজয় অর্জন করতে পেরেছি।”

সে বিজয়কে অর্থবহ করতে সম্মিলিতভাবে সকলকে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী রেজাউল।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।